Tuesday, June 14, 2016

পদার্থ বিজ্ঞান (পদার্থের অবস্থা ও চাপ)

একটি পুকুরের তলদেশের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। পুকুরটির তলদেশে একটি বস্তু রাখলে
সেটির উপর 2.99×10^24 প্যাসকেলে চাপ প্রযুক্ত হয়।
 (ক) স্থিতিস্থাপকতা কি?
(খ) বস্তুটির নিমজ্জনের কারণ ব্যখ্যা কর।
(গ) পুকুরটির গভীরতা কত?
(ঘ) যদি পুকুরটির তলদেশের ক্ষেত্রফল দ্বিগুণ হয় তবে বস্তুটির উপর প্রযুক্ত চাপের কিরূপ পরিবর্তন ঘটবে বিশ্লষণ কর।







Monday, June 6, 2016

পদার্থ বিজ্ঞান (কাজ, ক্ষমতা ও শক্তি)

 একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে 20 Kg ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতায় উঠানো
 হল। বস্তুটিকে উঠাতে মোটরটি 25000 J শক্তি খরচ করে।


 (ক) গতিশক্তি কি ?
(খ) বিভব শক্তির সাথে উচ্চতার সম্পর্ক ব্যখ্যা কর।
(গ) মোটরটির কর্মদক্ষতা কত ?
( ঘ) বস্তুটি যদি মুক্তভাবে পড়তে থাকে, তবে দেখাও যে ভূমি স্পর্শ করার পূর্ব মূহুর্তে সমস্ত বিভব শক্তি গতি শক্তির সমান।








Saturday, June 4, 2016

আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স

সম্প্রতি অনুষ্ঠিত  IPL এর ফাইনাল খেলায় মুস্তাফিজের পারফরমেন্স তার বাবা -মা ঘরে বসেই একটি যন্ত্রের মাধ্যমে দেখতে পেল। যন্ত্রটিতে দুই ধরনের অর্ধপরিবাহী সংযুক্ত থাকে।
(ক) তেজস্ক্রিয়তা কি?
( খ) তেজস্কিয়তার ভয়াবহতা ব্যখ্যা কর।
( গ) মোস্তাফিজের বাবা - মাকে খেলা দেখতে যন্ত্রটি কিভাবে সহায়তা করে ব্যাখ্যা কর।
(ঘ) যন্ত্রটিতে ব্যবহৃত অর্ধ পরিবাহীর গঠন বিশ্লেষণ কর।