Monday, June 6, 2016

পদার্থ বিজ্ঞান (কাজ, ক্ষমতা ও শক্তি)

 একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে 20 Kg ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতায় উঠানো
 হল। বস্তুটিকে উঠাতে মোটরটি 25000 J শক্তি খরচ করে।


 (ক) গতিশক্তি কি ?
(খ) বিভব শক্তির সাথে উচ্চতার সম্পর্ক ব্যখ্যা কর।
(গ) মোটরটির কর্মদক্ষতা কত ?
( ঘ) বস্তুটি যদি মুক্তভাবে পড়তে থাকে, তবে দেখাও যে ভূমি স্পর্শ করার পূর্ব মূহুর্তে সমস্ত বিভব শক্তি গতি শক্তির সমান।








No comments:

Post a Comment