শিক্ষা জাতির মেরুদন্ড | আর এই মেরুদন্ড গঠনের মূল ভিত্তি রচনা হয় মাধ্যমিক স্তরে যার শতকরা পঁচানব্বই ভাগ দায়িত্ব পালন করেন যারা তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক | বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষকেরা শিক্ষা বান্ধব প্রধান মন্ত্রী , গনতন্ত্রের মানস কন্যা , জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় অষ্টম পে স্কেলের অন্তর্ভুক্ত হয়েছে যার জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর নিকট দেশের পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী চির কৃতজ্ঞ | কিন্তু এমপিও ভুক্ত শিক্ষকেরা এখনও বৈশাখী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা সহ বাড়ি ভারা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার যার ফলশ্রুতিতে মেধাবী ও দক্ষ শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারিয়ে ফেলছে | আর দক্ষ ও মেধাবী শিক্ষক ছাড়া কিভাবে সৃজনশীল পদ্ধতিতে মান সম্মত শিক্ষা দান সম্ভব তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিনা | জাতি আজ শিক্ষার মান নিয়ে শংকিত কেননা GPA-5 পেয়ে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ব বিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরিক্ষায় নূণ্যতম পাশ নম্বর পেতে ব্যর্থ হয় | মাননীয় শিক্ষা মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এন্ট্রি লেভেলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসলেও প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অসচ্ছই থেকে যাচ্ছে যার ফলে দক্ষ ও যোগ্য শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে | মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আসার ক্ষেত্রে এটিও একটি প্রধান অন্তরায় | সুতরাং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি এখন সময়ের দাবি | শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা কার্যকর হওয়ায় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থকছে না | ফলে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে অনাগ্রহী হয়ে পড়তে পারে | তাছাড়া একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে বিভিন্ন কারনে কর্মস্পৃহা হরিয়ে যাবার সম্ভবনা আছে | তাই এমপিও শিক্ষকদের বদলির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
শিবুব্রত মন্ডল
বি, এসসি(অনার্স)এম,এসসি(রসায়ন)
সহকারী শিক্ষক
বেতমোর রাজপাড়া মাধ্যমিক বিদ্যালয়।