ব্যবধি : যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং a< b হয় তবে a ও b সহ ইহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি (প্রকৃত) বলে।
বদ্ধব্যবধি : যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং a < b হয় তবে a ও b এর বদ্ধ ব্যবধিকে [ a, b] প্রতীক দ্বারা নির্দেশ করা হয় এবং পড়া হয় closed interval from a to b। এখানে a ও b উভয়েই ব্যবধির অন্তর্গত।
খোলা ব্যবধি : যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং a<b হয় তবে a ও b এর খোলা ব্যবধিকে (a,b) প্রতীক দ্বারা নির্দেশ করা হয় এবং পড়া হয় open interval from a to b। এখানে a ও b ব্যবধির অন্তর্গত নয়।
পরম মান : কোন নির্দিষ্ট স্থান থেকে অন্য কোন স্থানের দূরত্ব বোধক মানকে পরম মান বলে। সংখ্যা রেখায় o থেকে যে কোন বাস্তব সংখ্যা x এর দূরত্বকে x এর পরম মান বলে। ইহাকে |x| প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় absolute value of x অথবা modulus of x এবং ইহাকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। |x|=x , যখন x>o; |x|=o , যখন x<o ; |x|= -x । যেমন |3| = 3 , |-3| = 3 , |0| = 0 অর্থাৎ modulus of x সর্বদাই ধনাত্মক।(The absolute value of a number may be thought of as it's distance from zero.)
বদ্ধব্যবধি : যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং a < b হয় তবে a ও b এর বদ্ধ ব্যবধিকে [ a, b] প্রতীক দ্বারা নির্দেশ করা হয় এবং পড়া হয় closed interval from a to b। এখানে a ও b উভয়েই ব্যবধির অন্তর্গত।
খোলা ব্যবধি : যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা এবং a<b হয় তবে a ও b এর খোলা ব্যবধিকে (a,b) প্রতীক দ্বারা নির্দেশ করা হয় এবং পড়া হয় open interval from a to b। এখানে a ও b ব্যবধির অন্তর্গত নয়।
পরম মান : কোন নির্দিষ্ট স্থান থেকে অন্য কোন স্থানের দূরত্ব বোধক মানকে পরম মান বলে। সংখ্যা রেখায় o থেকে যে কোন বাস্তব সংখ্যা x এর দূরত্বকে x এর পরম মান বলে। ইহাকে |x| প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় absolute value of x অথবা modulus of x এবং ইহাকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়। |x|=x , যখন x>o; |x|=o , যখন x<o ; |x|= -x । যেমন |3| = 3 , |-3| = 3 , |0| = 0 অর্থাৎ modulus of x সর্বদাই ধনাত্মক।(The absolute value of a number may be thought of as it's distance from zero.)
No comments:
Post a Comment