Wednesday, February 17, 2016

গণিত(সৃজনশীল প্রশ্ন) অনু-১৬.২


একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 35 সেমি ও 15 সেমি এবং অপর বাহু দুইটির দৈর্ঘ যথাক্রমে 10 সেমি ও 12 সেমি ।

(ক) আনুপাতিক চিত্রের সাহায্যে তথ্যটির বর্ণনা দাও।
(খ) ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
(গ) ট্রাপিজিয়ামটির উচ্চতার সমান দৈর্ঘ্য বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।

No comments:

Post a Comment