Wednesday, February 17, 2016

পদার্থ বিজ্ঞান(সৃজনশীল প্রশ্ন):আলোর প্রতিফলন


নাহিদ একটি সমতল দর্পনের 10 সে.মি সামনে একটি কলম রাখল । ফলে নাহিদ কলমটির একটি সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে পেল।

(ক) বাস্তব প্রতিবিম্ব কি ?
(খ) উল্লেখিত ঘটনায় বিবর্ধন ব্যাখ্যা কর।
(গ) আনুপাতিক চিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি ব্যাখ্যা কর।
(ঘ) দেখাও যে,কলমটির প্রতিবিম্ব দর্পনটির 10 সে.মি পেছনে গঠিত হয়।

No comments:

Post a Comment