শাওন একটি দালানের 16 মিটার সামনে দাড়িয়ে ছিল।শাকিল শাওনের অারও 2 মিটার সামনে দাঁড়িয়ে একটি হাততালি দিল।
শাকিল হাততালির পুনরাবৃতি শুনতে পেলেও শাওন শুনতে পেলো না। ঐদিন বায়ুর তাপমাত্রা ছিল30 ডিগ্রি.সে.।
(ক) প্রতিধ্বনি কি?
(খ) বায়ুর তুলনায় লোহায় শব্দের বেগ বেশি হওয়ার কারন ব্যাখ্যা কর।
(গ) যদি তরঙ্গ দৈর্ঘ্য 20 সে.মি. হয় তবে শব্দটির কম্পাঙ্ক কত?
(ঘ) শাকিল শব্দটির পুনরাবৃতি শুনতে পেলেও শাওন শুনতে পেল না কেন ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
No comments:
Post a Comment