Wednesday, February 17, 2016

পদার্থ বিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন) : তরঙ্গ ও শব্দ


512Hz কম্পাঙ্ক বিশিস্ট একটি ইস্পাতের পাইপের এক প্রান্তে নাহিদ হাতুড়ি দ্বারা একটি আঘাত করল এবং ইমরান অপর প্রান্তে কান পেতে পরপর দুইটি শব্দ শুনতে পেল । ঐ দিনের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সে. ।


(ক) প্রতিধ্বনি কি?
(খ) ইমরানের দুইটি শব্দ শুনতে পাওয়ার কারন ব্যাখ্যা কর।
(গ) পাইপে সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত?
(ঘ) ইমরানের কাছে দ্বিতীয় শব্দটি পৌছানোর কৌশল ব্যাখ্যা কর।

No comments:

Post a Comment