Wednesday, February 17, 2016

পদার্থ বিজ্ঞান (সৃজনশীল প্রশ্ন) :গতি


অভি 100 মিটার দীর্ঘ একটি আম গাছের নিচে দাঁড়িয়ে 200 কিমি./ঘন্টা বেগে একটি ঢিল ছুরল। একই সময় একটি আম গাছ থেকে ঝরে পড়ল।

(ক) পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি বিবৃত কর।
(খ) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে জরতার ধারনা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
(গ) 4 সেকেন্ড পর ঢিলটি কত উচ্চতায় উঠবে?
(ঘ) ঢিলটি কত সময় পর এবং কত উচ্চতায় আমটিকে অতিক্রম করবে?

No comments:

Post a Comment